রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাগুরায় এমপি সাকিবের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় এমপি সাকিবের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ 

প্রধানমন্ত্রীর নির্দেশে মাগুরার এমপি সাকিব আল হাসানের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জুলাই) শহরের চৌরঙ্গীমোড়, পৌরসভার সামনে, ভায়নামোড়, স্টেডিয়ামের সামনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। 

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে পৌর মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল বলেন, আওয়ামী লীগের আদর্শ হচ্ছে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করে মাগুরা জেলা আ.লীগ ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে।

মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান রানার সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আ.লীগের সভাপতি বাকি ইমাম, সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার মাসরুর রেজা কুটিল, জেলা আ.লীগের সহ সভাপতি এনামুল হক হীরকসহ একাধিক নেতাকর্মী।

টিএইচ